• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবির মেলায় চাকুরি পেল ১৩৩ শিক্ষার্থী


সাঈদ সজল, রাবি মার্চ ২, ২০১৮, ০৩:১১ পিএম
রাবির মেলায় চাকুরি পেল ১৩৩ শিক্ষার্থী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২ দিন ব্যাপী চাকুরি মেলায় ১৩৩ শিক্ষার্থী চাকুরি পেয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ও পহেলা মার্চ বিশ্ববিদ্যালয় ৫ম বারের মতো এ চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল চত্বরে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে মেলাটি।

সূত্রে জানা যায়, মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জীবন বৃত্তান্ত জমা দেন। আর অংশগ্রহন করা ২৬ টি কোম্পানির বুথে গত দুই দিনে প্রায় সাড়ে চার হাজার জীবন বৃত্তান্ত জমা পড়ে। এদের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ১৭৫ জনকে মনোনীত করা হয়েছে। যাদের মধ্যে ১৩৩ জনের চাকুরি নিশ্চিত করেছে চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো।

এদিকে গতকাল সন্ধ্যায় চাকুরি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, ক্লাবের উপদেষ্টা শাহ আজম শান্তনু, সাবেক ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদ শাওন প্রমুখ। ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!