• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাব্বিকে আউট করতে কী বলেছিলেন অশ্বিন?


রবিউল ইসলাম বিদ্যুৎ ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৮:৪৯ পিএম
রাব্বিকে আউট করতে কী বলেছিলেন অশ্বিন?

ঢাকা: সদ্যই ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিনকয়েক বিশ্রামের পরেই অনুশীলনে নামতে হবে মুশফিকুর রহীমদের। সামনেই শ্রীলঙ্কা সফর। তাই গা এলিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ভারত সফরের অভিজ্ঞতা নিশ্চয় কাজে দেবে শ্রীলংকা সফরে। তা ভারত সফর বাংলাদেশকে কতটা অভিজ্ঞ করল? কামরুল ইসলাম রাব্বিকে প্রশ্নটা করতেই বলে উঠলেন, ‘টেস্ট ক্রিকেটে একনম্বর দল ভারত। সেই জায়গায় আমরা ন’ নম্বর দল। সব বিভাগেই ওদের থেকে শেখার চেষ্টা করেছি। সমস্যা অন্য জায়গায়। আমরা দীর্ঘদিন বাদে বাদে টেস্ট ক্রিকেট খেলি। এই জায়গাতেই আমরা পিছিয়ে। তবুও আমাদের ব্যাটসম্যানরা পারফর্ম করেছে। আমার যেটা মনে হয়, অভিজ্ঞতার দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি।’

মাঠে বল গড়ানোর আগে হোম ওয়ার্ক সেরে নিয়েছিল বাংলাদেশ। মাঠে নেমে কাছ থেকে অনেককিছু দেখেন ক্রিকেটাররা। রাব্বি বলছিলেন, ‘খেলতে নামার আগে উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের বল আমরা সারাক্ষণ ভিডিওতে দেখেছি। ওদের রিভার্স সুইং দেখেছি। কীভাবে ওরা বল রক্ষণাবেক্ষণ করে, বলের পালিশ ঠিক রাখে, ফিল্ডিং পজিশন ঠিক করে, এই জিনিসগুলো আমরা শিখেছি।’

মাঠের ভিতরে অন্য একটা ঘটনাও কিন্তু রাব্বিকে মানসিক দিক শক্তিশালী করেছে। এই খেলা কিন্তু সম্পূর্ণ অন্য খেলা।  পঞ্চম দিনের শেষ দিকে একটা সময়ে একাই ভারতীয় বোলারদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন রাব্বি। বাকিরা তখন আসছেন আর ফিরে যাচ্ছেন। রাব্বি সেখানে ব্যতিক্রম। তিনি তাঁর লক্ষ্যে স্থির। দাঁত কামড়ে পড়ে রয়েছেন ক্রিজে। রাব্বিকে ফেরাতে না পেরে স্লেজিংয়ের রাস্তা বেঁছে নেন রবিচন্দ্রন অশ্বিন!

ভারতের অফ স্পিনার কী বলেছিলেন রাব্বিকে? হায়দরাবাদ টেস্টের পঞ্চম দিনের সেই অভিজ্ঞতা শুনুন রাব্বির মুখ থেকেই,‘তুমি তো অনেক ভালো সাপোর্ট দিচ্ছ দেখছি। কিন্তু শেষমেশ তোমার এই সাপোর্টটা কাজে দেবে না। তুমি একা তো আর দলকে জেতাতে পারবে না। তুমি মেরে খেলছো না, রান করছো না, অনেক বল খেলে ফেলছো! দিনের শেষে দেখবে তোমার রানই হয়নি।’

এক নিঃশ্বাসে রাব্বি বলেই চলেন, ‘মিরাজ আউট হওয়ার পরে অশ্বিন আমার সামনে এসে আবারও বলতে শুরু করে দেয়, তোমার কী লাভ এত ডিফেন্স করে? মেরে খেলো। সময় নষ্ট করে লাভ নেই। তোমরা তো হারবে।’ তাইজুল প্যাভিলিয়নে ফেরার পরে অশ্বিন আবারও রাব্বির সামনে এসে বলে যান, ‘কী করছ ভাই, কিছু করো, মেরে খেলো!’

অশ্বিন ক্রমাগত উত্তেজিত করার চেষ্টা করে গিয়েছেন রাবিবকে। কিন্তু অশ্বিনের পাতা ফাঁদে পা দেননি রাব্বি। উইকেটে পড়েছিলেন। শেষ ব্যাটসম্যান তাসকিন আহমেদ আউট হতেই নিঃসঙ্গ শেরপা হয়ে থাকলেন তিনি। ম্যাচ শেষ। খানিকক্ষণ উইকেটে হতাশ হয়ে বসেছিলেন রাব্বি। স্কোরবোর্ড বলছে, ৭০ বল খেলে ৩ রানে তিনি অপরাজিত রয়েছেন। সেই সময়ে মোক্ষম খোঁচাটা দেন অশ্বিন। রাব্বি বলছিলেন,‘অশ্বিন আমাকে এসে বলল, তুমি অপরাজিত থেকে কী করলে? তুমি যে সাপোর্টটা দিলে, সেটা তো কাজেই এল না। তোমার রান কিন্তু মাত্র তিন।’

এ সব বলার পরেও অবশ্য অশ্বিন পিঠ চাপড়ে দেন রাব্বিকে। বলেন, ‘গুড ব্যাটিং।’ সেই ঘোর এখনও কাটেনি রাব্বির। তেমনই ভারত অধিনায়ক বিরাট কোহলির অপার্থিব ব্যাটিং এখনও চোখে লেগে রয়েছে এই পেসারের। রাব্বি বলছেন, ‘আমি পুরো ম্যাচে একটা খারাপ শট নিতে দেখিনি কোহলিকে। এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে। বলতে পারেন, আমাকে অনুপ্রাণিত করেছে। একটা প্লেয়ার ডাবল হান্ড্রেড করল, তখনও মারাত্মক ফিট। দু’ রান নেওয়ার জন্য দৌড়চ্ছে।’

অশ্বিনের স্লেজিং ভালই সামলেছেন। কোহলিকে সামনে থেকে দেখে তিনি অনুপ্রাণিত। আসন্ন শ্রীলঙ্কা সফরে অন্য রাব্বিকে দেখা যাবে বলে মনে করছেন বাংলাদেশের ক্রিকেটপাগলরা। এই রাব্বি অভিজ্ঞতায় সমৃদ্ধ। সব ঠিকঠাক থাকলে জীবনের আরও একটি বৃত্ত তিনি সম্পূর্ণ করবেন চলতি বছরেই। মনের মানুষ খুঁজে পেয়েছেন রাব্বি। বরিশালেই বিয়ে করবেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!