• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত


রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০১৬, ০৭:২৯ পিএম
রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ির রামগড়ে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধের মুখে ১নং সেক্টরের হেডকোয়ার্টার রামগড় সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধা মুলকেতুর রহমান হানাদার মুক্ত রামগড়ের আকাশে ওড়ান লাল সবুজের প্রথম জাতীয় পতাকা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তামান্না নাসরীন উর্মীর সভাপতিত্বে বিজয় ভাস্কর্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, রামগড় সার্কেল এএসপি কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব কাজী নুরুল আলম, মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ প্রমূখ।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!