• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
মাহবুবা মাসুমা অনুর ছড়া

রামজানের চাঁদ


ধর্মচিন্তা ডেস্ক মে ২৭, ২০১৭, ০৮:৫১ পিএম
রামজানের চাঁদ

দূর আকাশে উঠল যখন
রামজানেরই চাঁদ,
সকল মুমিন মুসলমানের
ভাঙলো খুশির বাঁধ।

আমল করে হৃদয় মাঝে
ছড়িয়ে দিবে নূর,
পাপ-পঙ্কিল হিংসা দ্বেষ
তাড়িয়ে বহুদূর।

এগারো মাসের যতেক গুনাহ
চেয়ে নিবে মাপ,
হৃদয়টাকে ধুয়ে মুছে
করে নিবে সাফ।

পড়বে কুরআন রাখবে রোজা
হবেন খোদার দাস,
ইবাদতে মশগুল হবে
মিটবে মনের আশ।

Wordbridge School
Link copied!