• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামপালের নির্মাণ প্রতিষ্ঠান নরওয়ের কালো তালিকায়


আন্তর্জাতিক ডেস্ক মে ৬, ২০১৭, ০২:১৮ পিএম
রামপালের নির্মাণ প্রতিষ্ঠান নরওয়ের কালো তালিকায়

ফাইল ছবি

ঢাকা: সুন্দরবনের অদূরে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণকারী ভারতীয় কোম্পানিকে কালো তালিকায় রেখেছে নরওয়ে। ফলে ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে আর বিনিয়োগ করবে না নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল।  

নরওয়ের ৯৩৫ বিলিয়ন ডলারের ওয়েলথ ফান্ড বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিলগুলোর একটি। এই তহবিল থেকে বিনিয়োগের জন্য বেশকিছু বিধি-নিষেধ রয়েছে। এর মধ্যে আছে পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প, পরমাণু অস্ত্র, তামাক এবং এন্টি পার্সোনাল ল্যান্ড মাইনের মতো অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি।

দেশটির সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটির পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ আছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এর ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি আছে। সেই বিবেচনাতেই ভারত হেভি ইলেকট্রিক্যালসকে তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে বাদ দেয়া হয়েছে। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!