• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামরহিমের বিচার দাবিতে উত্তাল বলিউড, শুটিং বন্ধ


বিনোদন ডেস্ক আগস্ট ২৮, ২০১৭, ০৪:১৮ পিএম
রামরহিমের বিচার দাবিতে উত্তাল বলিউড, শুটিং বন্ধ

ঢাকা: ভারতের তথাকথিত আধ্যাত্মিক পুরুষ গুরমিত রামরহিম সিংয়ের গ্রেপ্তার ও বিচার নিয়ে উত্তাল সারা ভারত। রাম রহিমের আটককে কেন্দ্র করে তার সমর্থকরা গোটা ভারতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। সে আন্দোলনের আঁচ লেগেছে বলিউডেও। আর তাতেই বন্ধ হয়ে গেছে আলিয়া ভাট ও ভিকি কুশাল অভিনীত ‘রাজি’ চলচ্চিত্রের শুটিং। গত শুক্রবার রাজ্যের অস্থিতিশীল পরিবেশের কারণে পাটিয়ালাতে শুটিং আপাতত বন্ধ ঘোষণা করেন ছবিটির পরিচালক মেঘনা গুলজার।

মিড ডে’র বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানায়, ছবির কেন্দ্রীয় চরিত্রদের নিয়ে মেঘনা গুলজার পাটিয়ালাতে শুটিং করছিলেন। কিন্তু যখনই এই সহিংসতার খবর ‘রাজি’ টিমের কাছে পৌঁছায় তারা তড়িঘড়ি করে শুটিং গুটিয়ে নেন। ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ‘মেঘনা বুঝতে পেরেছিলেন এই পরিস্থিতিতে পাটিয়ালাতে শুটিং নিরাপদ হবে না। পাটিয়ালার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এই অস্থিতিশীল পরিবেশে ছবির কলাকুশলী ও যন্ত্রপাতি নিয়ে শুটিংয়ের বিভিন্ন জায়গায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে মোবাইল ও ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থাও এখানে শুটিং করার ক্ষেত্রে বড় একটি বাঁধা হয়ে দাঁড়িয়েছে।’ 

রামরহিম সমর্থকদের হামলা ঠেকাতে পাঞ্জাব ও হরিয়ানার পর পাটিয়ালাতেও কারফিউ জারি করা হয়েছে। সূত্রটি আরো জানায়, ‘কারফিউর কারণে গত শুক্রবার থেকে ছবির কলাকুশলীরা হোটেলেই সময় কাটাচ্ছেন। রাজ্যের সর্বোচ্চ সতর্কতামূলক পরিস্থিতিতে তারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়াতে চান না।’

গুলজার এবং ‘রাজি’ ছবিটির প্রযোজক এখনও সিদ্ধান্ত নিতে পারেননি যে তারা পাটিয়ালাতে শুটিংয়ের কাজ চালিয়ে যাবেন না কি মুম্বাই ফিরে যাবেন। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ‘তারা আলোচনা করছে যে কিভাবে সব মাথায় রেখে একটা সিদ্ধান্তে আসা যায়। তারা সোমবার পর্যন্ত শুটিংয়ের কাজ বন্ধ রেখেছে। যদি সোমবারের মধ্যে অবস্থা নিয়ন্ত্রণে আসে তাহলে শুটিংয়ের কাজ এগিয়ে নেয়া হবে।’

গত সপ্তাহে পাটিয়ালাতে শুটিংয়ের জন্য এসেছিলেন ‘রাজি’ চলচ্চিত্রের পুরো টিম। সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত এখানে শুটিং করার কথা ছিল। পরবর্তী শুটিংয়ের জন্য তারা যাবেন চণ্ডীগড়। কিন্তু এখানে শুটিংয়ের বিলম্ব হওয়ার কারণে সেখানে শুটিংয়ের তারিখ পিছিয়ে যেতে পারে।

চলচ্চিত্রটিতে কাশ্মীরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। অন্যদিকে ভিকি কুশাল অভিনয় করবেন একজন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারের চরিত্রে, যে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত। ২০১৮ সালের ১১ মে ‘রাজি’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!