• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামুতে যাত্রিবাহী বাস উল্টে আহত ২৫


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৭:১৮ পিএম
রামুতে যাত্রিবাহী বাস উল্টে আহত ২৫

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ফের যাত্রিবাহী বাস উল্টে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। ঢাকা থেকে আসা দুর্ঘটনা কবলিত ‘রিলাক্স’ (ঢাকামেট্টো ব ১৪-২৩৩৮) নামের বাসটি টেকনাফ যাচ্ছিলো বলে জানা গেছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী রাবার বাগান আনসার ক্যাম্পের সদস্যরা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে।

পুলিশের উপ পরিদর্শক আবদুল হান্নান মিলন জানান, তিনি চট্টগ্রাম থেকে টেকনাফ যাচ্ছিলেন। এখানে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়িটির সব যাত্রীই কম বেশি আহত হয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!