• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামোসকে ক্রিমিনাল বললেন ক্যাপেলো


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০১৭, ০৯:০৫ পিএম
রামোসকে ক্রিমিনাল বললেন ক্যাপেলো

ঢাকা: এল ক্লসিকো নয়, বার্ণাব্যুতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ দেখেছিল মেসি ক্লাসিকো। তাকে ঠেকানোর জন্য সব চেষ্টাই করেছে রিয়াল। কিন্তু মেসির বাঁ-পায়ের জাদুর কাছে পেরে উঠতে পারেননি রিয়ালের খেলোয়াড়েরা। ৭৭ মিনিটে সার্জিও রামোস মেসিকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন।

মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় রামোসের মধ্যে বিন্দুমাত্র অনুতাপ দেখা যায়নি। উল্টো বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকেকে অশালীন ইঙ্গিত করেন তিনি। একজন অধিনায়কের কাছ থেকে এরকম আচরণ দৃষ্টিকটু ঠেকেছে। গোটা ফুটবল দূনিয়া রামোসের এই আচরণে আশ্চর্য হয়েছে।

তবে স্প্যানিশ ডিফেন্ডারের  আচরণে মোটেও অবাক হননি রিয়ালের সাবেক কোচ ফাবিও কাপেলো। তিনি জানান, মেসি যখন থেকে ‘এল ক্লাসিকো’খেলছেন, তখন থেকেই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের লক্ষ্য থাকে কিভাবে পায়ে মেরে বের করে দেয়া যায়। কাপেলো বলছেন,‘ প্রত্যেকবার বার্নাব্যুতে এলেই রিয়ালের খেলোয়াড়দের টার্গেট থাকে মেসির বাঁ-পা। আর রোববারের ফাউলটা অবশ্যই লাল কার্ড দেখার মত। এরকম খুনে মানসিকতার খেলোয়াড়দের অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়া উচিত। ও ( রামোস) একজন ক্রিমিনাল৷’

এল ক্লাসিকোর আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মেসি-রোনালদোকে নিয়ে। রোনালদো আলো ছড়াতে পারেননি। তবে মেসি বার্সার হয়ে ৫০০ গোল করার মাইলফলক ছুঁয়েছেন। বর্তমান সময়ের সেরা দুই ফুটবলারকে নিয়ে কাপেলো বলেন,‘ রোনালদো গ্রেট খেলোয়াড়। কিন্তু মেসি জিনিয়াস৷ ও গোটা দলকে একাই টেনে নিয়ে যেতে পারে। তাই মেসির তুলনা মেসি নিজেই। সেখানে রোনালদো শুধুমাত্র একজন ভালো স্কোরার।’

সোনালীনিউজ /ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!