• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে নতুন জার্সি পড়ে খেলবেন মেসিরা


ক্রীড়া ডেস্ক মার্চ ২১, ২০১৮, ০৪:২২ পিএম
বিশ্বকাপে নতুন জার্সি পড়ে খেলবেন মেসিরা

ঢাকা: ২০১৮ বিশ্বকাপের টিকিট মিলেছে আগেই। খাদের কিনারায় থাকা আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলেছেন লিওনেল মেসি। এই ফুটবল যাদুকরের দুর্দান্ত হ্যাটট্রিকে বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আকাশী-নীলরা। এখন আসল লড়াইয়ের অপেক্ষায় আর্জেন্টিনা। অধরা বিশ্বকাপ শিরোপার জন্য নিজেদের দীর্ঘ প্রতীক্ষা ঘোচাতে অপেক্ষায় থাকা আর্জেন্টিনা তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।

মঙ্গলবার (২০ মার্চ) নতুন জার্সি উন্মোচন করেছে মেসিরা। এবার আর্জেন্টিনার জার্সির রঙে পরিবর্তন আনা হয়েছে। এবার বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচে মেসিদের দেখা যাবে কালো জার্সিতে। জার্সিগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম হলো অ্যাডিডাস। প্রতিষ্ঠানটি নতুন জার্সির ছবিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

জার্সি বদল হয়েছে, ভাগ্যও কি বদলাবে মেসিদের? আর্জেন্টাইন খেলোয়াড়েরা পারবে নতুন জার্সি গায়ে শিরোপার উত্সবে মেতে উঠতে? সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে দেশবাসীকে যে উপহার দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সেই একই উপহার কি দিতে পারবেন লিওনেল মেসি? সেই প্রশ্নের উত্তর জানতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ইতালীর বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ঘাঁটি গেড়েছে আর্জেন্টাইন জাতীয় দল। প্রিমিয়ার লীগের শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিতে অনুশীলন শুরু করা আর্জেন্টিনা আগামী শুক্রবার প্রস্তুতিমূলক একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ইস্টল্যান্ডে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!