• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া বিশ্বকাপে হ্যারি কেনেই আস্থা ইংল্যান্ডের


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৮, ০৬:৩৪ পিএম
রাশিয়া বিশ্বকাপে হ্যারি কেনেই আস্থা ইংল্যান্ডের

ঢাকা: আর মাত্র ২৩ দিন পরেই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। এরইমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী ৩২টি দল। তারই ধারাবাহিকতায় এবার তারুণ্যে ভরপুর ২৩ জনের দল বেছে নিলেন ইংল্যান্ড কোচ। আর নেতৃত্বে টটেনহ্যাম তারকা হ্যারি কেনেই আস্থা রাখলেন সাউথগেট। মঙ্গলবার (২২ মে) ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে এফএ জানায়, গতকাল দলের সাথে এক আলোচনায় কেনকে ইংল্যান্ডর দলের নেতৃত্বের ভার দেন ম্যানেজার গ্যারেথ সাউথগেট।

কেনকে দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে সাউথগেট বলেন, ‘কেন অসাধারণ ব্যক্তিতের অধিকারী। তিনি একজন পেশাদার এবং একজন অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রতিদিনই তারা একটা মান ধরে রাখে।’

এরআগে গত ১৬ মে রাশিয়া বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন সাউথগেট। ‘ই’ গ্রুপে ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপের অপর দুই দল পানামা ও বেলজিয়াম।

ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, জ্যাক বাটল্যান্ড।
ডিফেন্ডার: কাইল ওয়াকার, কিয়েরান ট্রিপায়ার, ট্রেন্ট অ্যালেক্সজান্দার-আর্নল্ড, গ্যারি চাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি মাগুইরে, ফিল জোন্স, অ্যাশলে ইয়ং।
মিডফিল্ডার: এরিক ডায়ার, ফ্যাবিয়ান ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লোফটাস-চিক, রাহিম স্টারলিং, জেসে লিংগার্ড।
ফরোয়ার্ড: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস রাসফোর্ড, ড্যানি ওয়েলব্যাক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!