• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০১৮, ১২:১৯ এএম
রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের প্রথম কোন খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন কলম্বিয় তারকা কার্লোস সানচেজ। মঙ্গলবার (১৯ জুন) রাশিয়ার সারনস্কে জাপানের বিপক্ষে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে  হ্যান্ডবল করে এই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন কলম্বিয়ান এই মিডফিল্ডার।

এদিন মাঠে বল গড়ানোর ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় জাপানের মিডফিল্ডার শিনজি কাগাওয়াকে নিজেদের ডি বক্সের ভেতর ফাউল করেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। এ জন্য লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কলম্বিয়ার সানচেজকে। চলতি বিশ্বকাপে কোন খেলোয়াড়ের এটিই প্রথম লাল কার্ড। এবারের আসরে প্রথম হলেও বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে কোন খেলোয়াড় লাল কার্ড দেখলো।

১৯৮৬ বিশ্বকাপে একটি ম্যাচে খেলা শুরুর ৫৪ সেকেন্ডের মাথায় উরুগুয়ে হোসে বাতিস্তা লাল কার্ড দেখেছিলেন। তাই বিশ্বকাপে দ্রুততম সময়ে লাল কার্ড দেখার রেকর্ডটি এখনো বাতিস্তার দখলে। শুরুতে ১০ জনের দলে পরিণত হয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হারে কলম্বিয়া।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!