• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে মেক্সিকো


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০১৭, ০৩:১৫ পিএম
রাশিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে মেক্সিকো

ঢাকা: আয়োজক দেশ রাশিয়ারই কনফেডারেশনস কাপ থেকে বিদায়ঘন্টা বেজে গেল। মেক্সিকো তাদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। শনিবার কাজানে রাশিয়ার জন্য চূড়ান্ত দুর্ভাগ্যের চিত্রনাট্যই লেখা ছিল। তাদের দু’টি পেনাল্টির আবেদন প্রত্যাখ্যাত হয়ে যায়। যদিও ২৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটা আলেক্সান্দার সামেদোভের সৌজন্যে রাশিয়াই পায়।

কিন্তু রাশিয়ার হাসি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ৩০ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। ন্যাস্টর আরাউজোর গোল করেন। যদিও গোলরক্ষক আরও সচেতন থাকলে গোলটা হত না৷বিরতিতে ১-১  এ খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মেক্সিকোকে এগিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফিভ। নকআউট ম্যাচে তিনি বিপক্ষকে গোলটা উপহার দিলেন। একটা লং বল সম্পূর্ণ বুঝতে ভুল করেন তিনি। বলটা দিয়ে দেন হিরভিং লোজানোর কাছে। মেক্সিকোর এই মিডফিল্ডার ছোট্ট হেডে জালে বল জড়িয়ে দেন।

মেক্সিকোর আরও একটি গোল করার সুযোগ এসেছিল। কিন্তু রেফারি ভিডিও অ্যাসিস্টান্ট রিভিউের (ভিএআর) সাহায্য নিয়ে গোলটা নাকচ করে দেন অফসাইড বলে। এই ম্যাচের ভিলেন হয়ে থাকলেন আকিনফিভ৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!