• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় বিরোধী নেতাকে কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৩, ২০১৭, ১২:৪০ পিএম
রাশিয়ায় বিরোধী নেতাকে কারাদণ্ড

ঢাকা: রাশিয়ায় আইন ভঙ্গ করে সমাবেশ করার দায়ে বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতিবিরোধী একটি বিক্ষোভ সমাবেশ সামনে রেখে সোমবার মস্কোর তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় চলমান বিক্ষোভ থেকে হাজারের বেশি লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার অ্যালেক্সি নাভালনকে মুক্তি দিতে তার আইনজীবীর আবেদন খারিজ করে দেয় মস্কোর একটি আদালত। তাকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে টুইটারে এই সংবাদ নিশ্চিত করেন ৪১ বছর বয়সী ওই নেতা।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা রয়েছে তার। অনুমোদনহীন একটি সমাবেশে যোগ দেয়ার কারণেই সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

সোমবার ছিল রাশিয়ার জাতীয় দিবস ‘রাশিয়া ডে’। এই দিনেই পুতিনবিরোধী বিক্ষোভে রুশদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান নাভালনি। তাদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!