• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রদ্রোহিতার মামলায় মান্নার জামিন স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৬, ০৯:২৪ পিএম
রাষ্ট্রদ্রোহিতার মামলায় মান্নার জামিন স্থগিত

ঢাকা: সেনা বিদ্রোহে উসকানির মামলার পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায়ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিছুর রহমান।

এর আগে গত ৩০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মান্নাকে এই মামলায় জামিন দিয়েছিলেন। এরপর ৪ সেপ্টেম্বর এই মামলায় আপিল বিভাগ প্রথম দফায় ৩০ অক্টোবর পর্যন্ত তার জামিন স্থগিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছিলেন। সেই অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে বৃহস্পতিবার তা শুনানির জন্য কার্যতালিকায় আসে।  

আজ ২৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে ওই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ।

এদিকে গত ১৪ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায়ও হাইকোর্টের দেয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ। আগামী ২৭ নভেম্বর এ দুটি মামলায়ই মান্নার জামিনের বিষয়ে একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!