• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারকে ভোটার তালিকা চেয়ে চিঠি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৮, ১০:৫৬ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারকে ভোটার তালিকা চেয়ে চিঠি

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইসি সচিবালয় থেকে স্পিকার বরাবর এ চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। আগামী ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরো জানান, স্পিকারের কাছে সংসদ সদস্যদের তালিকা অর্থাৎ ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ জানুয়ারি) থেকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনাও শুরু হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন বৈঠক ডাকা হয়েছে। ইসির প্রস্তুতির মধ্যেই সোমবার (২২ জানুয়ারি) রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে ইসির কাছে জানতে পেরেছি।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতি হয়েছেন। সেই হিসেবে আবদুল হামিদ এ পদে সপ্তদশ ব্যক্তি।

সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!