• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির আশ্বাসে আশাবাদী বিএনপি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৬, ০৮:৫৮ পিএম
রাষ্ট্রপতির আশ্বাসে আশাবাদী বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আলোচনা শুরু করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিদেশ থেকে ফিরে আসার পর তিনি ইসি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। বঙ্গভবন থেকে এমন তথ্য পেয়েছে আশাবাদী হয়ে উঠেছে বিএনপি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উত্থাপন করা প্রস্তাবনাগুলো পৌঁছে দেয়া হয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে।

তবে তার কয়েক ঘণ্টা আগেই চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ‌্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা করেন। এ অবস্থায় বঙ্গভবনে রাষ্ট্রপতির পক্ষ থেকে বিএনপির দেয়া প্রস্তাবনা গ্রহণ করা হয়।

এরপর দুপুরে বঙ্গভবন থেকে জানানো হয়, বিদেশ থেকে ফিরে এলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপে বসবেন। এখবর পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি আজ মঙ্গলবার দুপুরে বলেছেন, তিনি বিদেশ থেকে ফিরে আসার পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা শুরু করবেন। ধন্যবাদ তাকে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল আরো বলেন, ‘আজ জনগণের যে দাবি, রাষ্ট্রপতি তাকে সম্মান করেছেন। আমরা খুব খুশি হয়েছি।’

বিগত সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘গতবারও রাষ্ট্রপতি আলাপ করেছিলেন। আলাপের পর আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী সার্চ কমিটিও গঠন করা হয়। তাদের নির্বাচিত ইসি নিযুক্ত করা হয়। তবে ওই ইসির অধীন সবগুলো নির্বাচনে আমরা ভয়াবহ চিত্র দেখেছি। সবচেয়ে ভয়াবহ ৫ জানুয়ারির নির্বাচন। শতকরা পাঁচজন লোকও ভোট দিতে যায়নি।’

সরকার প্রধানকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, অতীতচারিতা আর বিএনপিকে বকাবকি করে গণতন্ত্রের আকুতিকে স্তব্ধ করা যাবে না।’ ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, ‘নব্বইয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছিল, সেটা আওয়ামী লীগ নিয়ে নিয়েছে। গত সাত বছরে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে আরেকবার ধ্বংস করবেন না। একটা নিরপেক্ষ নির্বাচন দিন, যাতে সব দল অংশ নেবে, ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দেবে। আমরা তো বলছি না, বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে।’

গণতন্ত্র দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা আমান উল্লাহ আমান। বক্তব্য দেন- দলের নেতা খায়রুল কবির, হাবিবুর রহমান, নাজিমউদ্দিন আলম, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন মণি, খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!