• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৭, ০৯:২০ এএম
রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রী

ঢাকা: বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টার কিছু পরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌছালে তাকে স্বাগত জানান আবদুল হামিদ।

পরে তারা দু’জন দরবার হলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কবীর।

বৃহস্পতিবার (৮ জুন) বিশিষ্টজনদের সম্মানে রাষ্ট্রপ্রধানের দেয়া এ ইফতারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহাও অংশ নেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইফতারে অংশ নেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ ইফতারে অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহানও। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, আ ক ম মোজাম্মেল হক, এ এইচ মাহমুদ আলী, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ের মায়াদন, জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন। নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ইফতারে ছিলেন। এছাড়া পদস্থ সামরিক ও বেসরমারিক কর্মকর্তা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!