• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০১৬, ০৬:৪৪ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এসএম আবুল কালাম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠকে রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের জন্য কুয়েত সম্ভাবনাময় জনশক্তি রফতানি বাজার। আবদুল হামিদ বাংলাদেশ থেকে কুয়েত যাতে আরো দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেয়, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।
তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে কাজ করতেও রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান। রাষ্ট্রপতি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের পদক্ষেপ নেয়ারও রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
বৈঠকে এসএম আবুল কালাম কুয়েতে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!