• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপির চিঠি


বিশেষ প্রতিনিধি নভেম্বর ২৩, ২০১৬, ০৬:৪০ পিএম
রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপির চিঠি

ঢাকা: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি  রাষ্ট্রপতি ভবনে পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন।   

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। 

এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন তথা ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন, তা রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিল বিএনপি। কিন্তু তার সামরিক সচিব এ ব্যাপারে কিছুই জানাননি। এ অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য ফের সময় চাইবে বিএনপি।

এ সময় তিনি দেশের চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতির উদ্যোগ গ্রহণ এবং বিএনপিকে সাক্ষাতের সময় দেবেন বলে প্রত্যাশা করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে কোনো প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!