• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিনের দাফন সম্পন্ন


বরিশাল প্রতিনিধি জুলাই ১৭, ২০১৭, ০৫:১৫ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিনের দাফন সম্পন্ন

বরিশাল: জেলার মুলাদী উপজেলার তয়কা গ্রামের অধিবাসী মরহুম লাল মিয়া আকনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. দলিল উদ্দিন দলু মাস্টারের সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

মো. দলিল উদ্দিন শনিবার (১৫ জুলাই) ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মুলাদীর বাটামারা ইউনিয়নের জাগরনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আ. মজিদ, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) সরদার মোস্তাফা শাহিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ, মুলাদী উজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বাটামারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফরিদ উদ্দিন নায়েব, বরিশাল জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুল আলম চৌধুরী,  বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী, সাহেব রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন সরদার, বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনসুর আহামেদ, মুলাদী উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল হক, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আকন, নবারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম রফিক। উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও মুলাদীর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, হিজলা-মুলাদী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বরিশাল জেলা স্কুলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তাঁর সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

এর আগে ১৫ জুলাই বিকাল সাড়ে ৫টায় ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মানিক, সাপ্তাহিক অর্থকাল সম্পাদক সালাম মাহমুদ, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক মো. শাহিন হোসেন, আকিজ গ্রুপের ব্যবস্থাপক অর্থ মো. ফারুক মোল্লা, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার মোল্লা প্রমুখ অংশগ্রহণ করেন।

মো. দলিল উদ্দিন মালেরহাট বি বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক, পুনরগঠিত জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ভোলা সরকারি স্কুলের সহকারী শিক্ষক ও বরিশাল জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। তিনি একজন স্কাউট লিডার ও সাংস্কৃতিকমনা ব্যক্তি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক নাতি ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মো. দলিল উদ্দিন সাপ্তাহিক গণবার্তার উপদেষ্টা সম্পাদক, আলোকিত মুলাদীর যুগ্ম আহ্বায়ক ও ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক এস এম আলী আজমের শ্বশুর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!