• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাসিকের বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে হরতালের ডাক


রাজশাহী প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০১৬, ০৫:০৭ পিএম
রাসিকের বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে হরতালের ডাক

রাজশাহী : সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে রাজশাহী মহানগরীতে আগামী ১১ ডিসেম্বর আধাবেলা হরতালের ডাক দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সোনাদিঘি মোড়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই সিটি কর্পোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরবাসীর এই দাবি অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় থাকায় আমরা আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আদালতেরও শরণাপন্ন হয়েছি। এরই মধ্যে হাইকোর্ট থেকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স ‘কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন, যা আন্দোলনের শক্তি বাড়িয়েছে। সিটি করপোরেশন তার সিদ্ধান্তে অনড় থাকায় হরতালের ডাক দেয়া হল।’

বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছাড়াও অস্বাভাবিকহারে ট্রেড লাইসেন্সে ও ব্যবসা-প্রতিষ্ঠানের সাইনবোর্ড ফি বাতিল ও  সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সকল ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখারও আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!