• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসিকের হোল্ডিং কর আদায় বন্ধের আদেশ স্থগিত


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১০:১৭ পিএম
রাসিকের হোল্ডিং কর আদায় বন্ধের আদেশ স্থগিত

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের হোল্ডিং কর আদায় বন্ধের আদেশ স্থগিত করা হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৪ জানুয়ারি প্রদত্ত আদেশ রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থগিত ঘোষণা করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ জানুয়ারি আলী আকবর প্রামানিকসহ আরো কলেজজন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ১৩৫২৯/২০১৬নং রিট পিটিশন দায়ের হয়। ওই মামলায় ২৪ জানুযারি সিটি কর্পোরেশন ট্যাক্সেশন রুলস ১৯৮৬ এর ২০ ও ২১নং বিধির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশন উক্ত রিট পিটিশনের আদেশের বিরূদ্ধে ৩৭৫/২০১৭ নং লিভ টু আপিল দায়ের করে।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের গত ২৪ জানুয়ারি প্রদত্ত আদেশ ২৬ ফেব্রুয়ারি স্থগিত ঘোষণা করেছে।

ফলে রাজশাহী সিটি কর্পোরেশন হোল্ডিং কর আদায় বা নির্ধারণে আর কোন বাধা নাই। রাজশাহী মহানগরীর নাগরিকগণ হোল্ডিং খোলা বা হোল্ডিং কর পরিশোধ করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!