• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকে হতাশ করলেন বাকি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০১৬, ১১:০২ এএম
রিও অলিম্পিকে হতাশ করলেন বাকি

শুরুতে বেশ আশা জাগিয়েছিলেন তিনি। একপর্যায় তো মনে হয়েছিল রিও অলিম্পিকের ফাইনাল রাউন্ডেও উঠতে পারেন শ্যুটার আবদুল্লাহেল বাকি। কিন্তু শেষ পর্যন্ত হতাশই করলেন তিনি। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।   

অবশ্য প্রতিযোগিতার শুরুর দিকে একপর্যায়ে চতুর্থ স্থান পর্যন্তও উঠেছিলেন বাকি। পরে শেষ দিকে আর পেরে ওঠেননি তিনি। দ্রুতই পিছিয়ে পড়েন। তাই ব্যর্থ হন ফাইনাল রাউন্ডে উঠতে। বাছাই থেকে সেরা আটজন ফাইনালে উঠেছেন।

আব্দুল্লাহেল বাকি এর আগে ২০০৮ সালে ইসলামাবাদ সাফ শ্যুটিংয়ে প্রথম অংশ নিয়ে দলগত বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। এরপর জাতীয় শ্যুটিংয়ে টানা চার বছর ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন তিনি।

তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সেরা সাফল্য ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে। ভারতের অভিনব বিন্দ্রার কাছে হেরে রুপা জেতেন তিনি। অবশ্য এই বিন্দ্রাকে হারিয়েই কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন আসিফ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!