• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকের গোল্ড মেডেলের দাম কত?


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০১৬, ১২:০৯ পিএম
রিও অলিম্পিকের গোল্ড মেডেলের দাম কত?

অলিম্পিকে সোনা জেতাকে কখনোই আর্থিকভাবে বিচার করা উচিত নয়। অমূল্য এই সম্মান। কিন্তু বাস্তবে, সোনার মেডেলের গোটাটা সোনার নয়। বরং, খুবই কম সোনা থাকে একটি মেডেলে। সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে পদকে সোনার পরিমাণ কমেছে। আর রিও অলিম্পিকে সেই পরিমাণটা মাত্র ১ দশমিক ২ শতাংশ।

একটি হিসেব থেকে জানা গেছে, ৫০০ গ্রাম ওজনের এক একটি গোল্ড মেডেল পুরোপুরি ২৪ ক্যারেট সোনা দিয়ে বানাতে হলে প্রতিটির জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির খরচ হত ২২ হাজার ডলার। ফলে শুধু গোল্ড মেডেল বানাতেই অলিম্পিক কমিটিকে ৫০ মিলিয়ন ডলার খরচ করতে হতো।

ইদানিংকালে এত কম সোনা থাকলেও প্রথম দিকে এমনটা ছিল না। সোনার মেডেল দেওয়া শুরু হয় ১৯০৪ সালে সেন্ট লুইসে অনুষ্ঠিত অলিম্পিকে। ১৯১২ সালের সুইডেন অলিম্পিকে শেষবার সম্পূর্ণ সোনার মেডেল দেওয়া হয় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানাধিকারীকে।

এবার জেনে নেওয়া যাক, ২০১৬ সালের রিও অলিম্পিকের গোল্ড মেডেলের আর্থিক মূল্য কত। সংবাদসংস্থা সিএনএন-এর দেওয়া হিসেব বলছে, এক একটি গোল্ড মেডেলের দাম পড়েছে ৫৮৭ ডলার। এর মধ্যে রয়েছে, ৪৯৪ গ্রাম রুপো এবং ৬ গ্রাম সোনা।

তবে সোনার মেডেল কি আর দাম দিয়ে বিচার করা যায়? ওই সম্মান, ওই অনুভূতি যে অমূল্য! প্রকৃত মূল্য বোঝেন প্রাপকরাই।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!