• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরি মামলার চার্জশিট চূড়ান্ত


আদালত প্রতিবেদক জুন ১৯, ২০১৮, ০২:২০ পিএম
রিজার্ভ চুরি মামলার চার্জশিট চূড়ান্ত

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় বাংলাদেশ ব্যাংকের ৮ কর্মকর্তাসহ দেশ-বিদেশের ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রায় চূড়ান্ত। আগামী নভেম্বরের মধ্যে এ চার্জশিট দেয়া হতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির মামলার প্রায় আড়াই বছরের তদন্ত শেষে চার্জশিট এখন প্রায় চূড়ান্ত। আন্ত:দেশীয় এই জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন,চীন জাপান ও শ্রীলংকার অন্তত ৬০জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে সিআইডি।

বাইরের চার দেশ থেকে গুরুত্বপূর্ন আরও কিছু তথ্য-উপাত্ত-নথির অপেক্ষায় আছে সিআইডি যা পাওয়া যাবে আগামী মাসের মধ্যে। সামগ্রিকভাবে রিজার্ভ চুরির তদন্ত গুছিয়ে এনেছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, আমরা আশা করছি এ বছরের ভেতরে চার্জশিট দিতে পারবো। বিভিন্ন দেশে প্রপার চ্যানেলে আমারা আমাদের চাহিদা গুলো পাঠিয়েছে খুব দ্রুত আমরা উত্তর গুলো পাবো। বাংলাদের পার্ট গোছানো আছে ফিলিপাইনের পার্টে উন্নতি আছে।

অভিযুক্ত ৬০ ব্যক্তির মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পাশাপাশি আছেন বেসরকারী দুই ব্যাংকের কর্মকর্তাও। ফিলিপাইনের, শ্রীলংকা, চীন আর জাপানের নাগরিক যেমন অভিযুক্ত হয়েছেন তেমনি জড়িত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ লেনদেনের সফটওয়্যার প্রতিষ্ঠান সুইফট কর্মকর্তাও।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম আরোও জানান, আমরা তদন্ত করছি আমাদের কথা হলো সে যেই জড়িত হোক আইনের আয়ওতায় আনা হবে। যেহেতু মামলার তদন্ত চলছে এখনও বলা উচিত হবেনা কে নির্দোষ কে দোষী আরও আমাদের কাছে কিছু কনক্লুসিভ রিপোর্ট হাতে আসবে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের উচ্চ রিজার্ভের বিষয়টি নজরে পড়ায় হ্যকাররা অর্থ সরানোয় উদ্যোগী হয়। এতে হাত করা হয় বাংলাদেশ ব্যাংকের ৮ কর্মকর্তাকে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি মার্কিন ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশী রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা অনলাইনে চুরি করা হয়।

অনেক দেন দরবার আর দফায় দফায় বৈঠকের পর ফিলিপাইন থেকে ফেরত আনা গেছে চুরির মাত্র ১২০ কোটি টাকা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!