• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির চার্জশিট নভেম্বরে


বিশেষ প্রতিনিধি জুলাই ১৫, ২০১৮, ০৩:৪২ পিএম
রিজার্ভ চুরির চার্জশিট নভেম্বরে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির তদন্ত শেষ পর্যায়ে। নভেম্বরেই চার্জশিট দিচ্ছে সিআইডি। সম্প্রতি ফিলিপাইনের আদালতে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এমাসেই তদন্তকারীরা আরো তিন দেশ সফর করে মামলাটির তদন্ত ৮০ ভাগ শেষ করতে চান।

এ মাসের প্রথম সপ্তাহে ফিলিপাইনের মাকাতির আঞ্চলিক আদালতে সাক্ষ্য দিয়েছেন সিআইডির তদন্ত কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের একজন। আদালতে জমা দেওয়া হয় ফরেনসিক প্রতিবেদন। যা যাচাই-বাছাই করছে ফিলিপাইনের এন্ট্রি মানি লন্ডারিং কাউন্সিল।

এ মাসেই শ্রীলংকা, জাপান ও চীন যাবে তদন্ত দল। লক্ষ্য শ্রীলঙ্কার সালিকা ফাউন্ডেশনের ৬ পরিচালকের জবানবন্দি এবং সন্দেহভাজন এক জাপানি ও দুই চীনা হ্যাকার সম্পর্কে তথ্য সংগ্রহ। সফরকালে তিন দেশেরই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে তদন্ত দল। 

তদন্ত দলের প্রধান জানান, ফিলিপাইন থেকে সব তথ্য-উপাত্ত্ব সিআইডির হাতে এসছে। বাকি তিন দেশ থেকে তথ্য আসছে এ মাসেই। 

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়। যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল। 

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!