• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
রিজার্ভ চুরি

রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০১৬, ০৬:৪৮ পিএম
রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা

নিউ ইয়র্কের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ঘটনায় জড়িত ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংককে (আরসিবিসি) প্রায় ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক আজ শুক্রবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির কোনো ব্যাংকের ওপর ‘নজরদারিমূলক জরিমানার পদক্ষেপ’ হিসেবে এটাই সবচেয়ে বড় অঙ্ক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আলাদা বিবৃতিতে আরসিবিসি বলেছে, এক বছরের মধ্যে এই জরিমানা পরিশোধ করা হবে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়। এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে আরসিবিসিতে সরিয়ে নেয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটি বড় অংশ পরে ফিলিপাইনের জুয়ার টেবিলে চলে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!