• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিভিউ খারিজ টুকুর মামলা পুনঃশুনানি করতেই হবে


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৭, ১২:৫৮ পিএম
রিভিউ খারিজ টুকুর মামলা পুনঃশুনানি করতেই হবে

ঢাকা: দুর্নীতির মামলায় সাবেক বিদুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানির সিদ্ধান্ত রিভিউ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদেশের বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল হাইকোর্টে শুনানি করতেই হবে।

চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা একই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করে টুকু। রবিবার এ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!