• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিমেক হচ্ছে না মানিকের ‘আনন্দ অশ্রু’


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০১:২৬ পিএম
রিমেক হচ্ছে না মানিকের ‘আনন্দ অশ্রু’

ঢাকা: রিমেক হচ্ছে না তুরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’। ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পায় ‘আনন্দ অশ্রু’। শিবলি সাদিক পরিচালিত ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর।

সম্প্রতি সায়মন ও মাহিকে নিয়ে একই নামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ খবর রটে যে মূল ছবির রিমেক হিসেবে এটি নির্মাণ করা হবে। পরে পরিচালক জানিয়েছেন, সম্পূর্ণ নতুন গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। 

এ নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন:

‘আনন্দ অশ্রু’ নামটি ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। যারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, আর যারা নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, সবাই আমার ভালোবাসা নিবেন।

আপনাদের আবেগ এবং মতামতকে আমি সম্মান করি। শুধু একটি বিষয় পরিস্কার করতে চাই যে, আমি কোনভাবেই ‘আনন্দ অশ্রু’ রিমেক করছি না। এটি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত হবে। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।

আমি আবেগের জায়গা থেকে শুধু নামটি নিয়েছি। শিবলী সাদিক স্যার এর ‘আনন্দ অশ্রু’ বানানোর যোগ্যতা বা সাহস কোনটাই আমার নেই। একটু অবাক হয়েছি যারা নেতিবাচক ছিলেন তারা ‘রংবাজ’, ‘নোলক’ বা ‘নায়ক’ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের দোয়া এবং আমার চেষ্টায় ‘আনন্দ অশ্রু’ ভালো কিছু হবে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!