• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদকে হতাশ করলেন হ্যাজার্ড


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০১৮, ০৯:১২ পিএম
রিয়াল মাদ্রিদকে হতাশ করলেন হ্যাজার্ড

ফাইল ছবি

ঢাকা: চলতি বছর চেলসিতেই থাকছেন বেলজিয়ান প্লে মেকার এডেন হ্যাজার্ড। বেলজিয়ামের এই আন্তর্জাতিক তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোন নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

বিশ্বকাপের পর স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যাবার ইঙ্গিত দিয়েছিলেন হ্যাজার্ড। তবে তার আন্তর্জাতিক সতীর্থ থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদে যোগ দেয়ায় হ্যাজার্ডের আর স্প্যানিশ রাজধানীতে যাওয়া হয়নি। চলতি আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত খোলা রয়েছে স্পেনের দল বদলের জানালা। কিন্তু আগামী জানুয়ারি পর্যন্ত পরিবর্তিত খেলোয়াড় সংগ্রহ করতে পারবেনা চেলসি। কারণ, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ইংলিশ লীগের দলবদলের জানালা। যে কারণে এ সময়ের মধ্যে তার আর চেলসি ছেড়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন হ্যাজার্ড।

তবে পরবর্তীতে যে কোন কিছু ঘটতে পারে বলে জানিয়েছেন ২৭ বছর বয়সি এই ফুটবল তারকা। তিনি আরএমসি স্পোর্টসকে বলেন, ‘আপনারা জানেন, বিশ্বকাপের পর আমি কি বলেছিলাম। এখানে আমি ভালো আছি। এখনই এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এই মধ্যে বোকার মত অনেক কিছু বলে ফেলেছি। এখানে আমি বেশ খুশি। চুক্তির মেয়াদ এখনো দুই বছর রয়েছে। এখন দেখা যাক কি হয়। এই বছর আমি চেলসি ছেড়ে যাচ্ছিনা।’

হ্যাজার্ড বলেন, ‘ইংল্যান্ডে দল বদলের জানালা বন্ধ হয়ে গেছে। এখন খেলোয়াড় বিক্রি করা যাবে। কিন্তু ক্রয় করা যাবে না। এখন আমাকে ছেড়ে দিয়ে পরিবর্তিত খেলোয়াড় নিতে না পারলে চেলসিকে সমস্যায় পড়তে হবে। আপনি নিশ্চিয় আর্সেনালের বিপক্ষে ম্যাচে দেখেছেন, দর্শকরা আমাকে প্রচুর ভালবাসে। আমিও এখানে স্বস্তি বোধ করছি। এক বা দুই বছর পর দেখা যাবে কি হয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!