• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদে বাংলাদেশী মুহইয়াবিন


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৭, ২০১৮, ০৮:৩৬ পিএম
রিয়াল মাদ্রিদে বাংলাদেশী মুহইয়াবিন

ঢাকা: বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃত ফুটবল। বর্তমান বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ফুটবল খেলা হয় না। যাঁরা এটা খেলেন, টাকাপয়সাও নেহাত মন্দ পান না। আর একটু ভালো খেললে তো কথাই নেই। টাকাই টাকা। তাই ছোট বেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে এসেছেন মাহিউদ্দিন মুহইয়াবিন নামের এক বাংলাদেশি।

অবশেষে এই তরুণের স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে। স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের তরুণ মাহিউদ্দিন মুহইয়াবিন। সৌদি আরবে বসবারত চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ক্বারি আব্দুল হাকিমের মেজো ছেলে মুহইয়াবিন। পড়াশুনা করছেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ শাখাতে। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি তার ফুটবল খেলায় ভীষণ ঝোঁক।

মুহইয়াবিনের স্বপ্ন ভালো একজন ফুটবলার হওয়া। নিজের নামে নয়, দেশের নামে সবাই তাকে চিনুক, এমন স্বপ্ন তার। এমন একটি ক্লাবে নাম লেখানো একমাত্র বাংলাদেশি তরুণ তিনিই। বাংলাদেশি তরুণের এ অর্জনে যেমন আনন্দিত, তেমনি ভীষণ গর্বিত তার পরিবার। পরিবারের ইচ্ছে, একদিন সে বড় হয়ে দেশের জন্য খেলবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!