• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালের সভাপতি হতে চান নাদাল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৯:০০ পিএম
রিয়ালের সভাপতি হতে চান নাদাল

ঢাকা: রিয়াল মাদ্রিদেরই সভাপতি হতে চান ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। তার চাচা মিগুয়েল এঞ্জেল নাদাল বার্সেলোনার সাবেক খেলোয়াড় হলেও তিনি নিজে রিয়াল মাদ্রিদের সমর্থক। এটি অবিশ্বাস্য একটি ব্যাপার হলেও ৩০ বছর বয়সী এই টেনিস তারকার স্বপ্ন লা লীগা ও ইউরোপীয় ফুটবলের জায়ান্ট ক্লাবটির শীর্ষ পদে আরোহন করা।

এক সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘আপনি যদি প্রশ্ন করেন আমি কি সত্যিই সভাপতি হতে চাই কিনা, তাহলে অবশ্যই আমি হ্যাঁ বোধক জবাব দিব। তবে বাস্তবতা হল এটি অনেক বড় চাওয়া। যা হয়তো সম্ভব হবেনা।’

এই মুহুর্তে লা লীগায় দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২টি ম্যাচ হাতে রেখেই তারা বার্সেলোনার মত জায়ান্ট দলকে পেছনে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে রানাসআপ শিরোপা জয়ী টেনিস তারকা নাদাল রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের কাজেরও ভুয়সি প্রশংসা করেন। বলেন,‘ আমাদের ক্লাবে এই মুুহুর্তে দারুন একজন সভাপতি রয়েছেন। তাই আমি মনে করিনা আমাকে এখন রিয়াল মাদ্রিদের কোন প্রয়োজন আছে। তবে ভবিষ্যতের কথা আমরা কেউ জানিনা।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!