• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুট পরিবর্তন করায় ফখরুলকে নিরাপত্তা দেয়া যায়নি: ওসি


রাঙামাটি প্রতিনিধি জুন ১৮, ২০১৭, ০২:৪৩ পিএম
রুট পরিবর্তন করায় ফখরুলকে নিরাপত্তা দেয়া যায়নি: ওসি

রাঙামাটি: জেলার রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা রুট পরিবর্তনের জন্য ঘটেছে। রোবাবার (১৮ জুন) দুপুরে এ কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া। 

তিনি বলেন, রাঙ্গামাটি যাওয়ার রুট পরিবর্তন করায় বিএনপি মহাসচিবের গাড়িবহরকে নিরাপত্তা দেয়া যায়নি। 

বিএনপির মহাসচিবের রুট পরিবর্তনের কথা উল্লেখ করে ওসি বলেন, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক দিয়ে গাড়িবহরটি যাওয়ার কথা ছিল। কিন্তু গাড়িবহরটি কাপ্তাই সড়ক দিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করে। এজন্য আইনশৃংখলা বাহিনী তাদের নিরাপত্তা দিতে পারেনি।

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে যাওয়ার পথে রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা হয়। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মহাসচিব ছাড়া আহতরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!