• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রুশ সীমান্তে চীনের পরমাণু ক্ষেপণাস্ত্র


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৪, ২০১৭, ০৯:৫৪ পিএম
রুশ সীমান্তে চীনের পরমাণু ক্ষেপণাস্ত্র

ঢাকা: রাশিয়া সীমান্তে একাধিক পরমাণু বোমাবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে চীন। তবে এটি কোনো হুমকি নয় বলে মনে করছে রাশিয়া।

রুশ মিডিয়া বলেছে, চীনের দাকিং নগরীতে দেশটির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দংফেং-৪১ বা ডিএফ-৪১’এর তিনটি ব্রিগেডের একটিকে মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত সংলগ্ন চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেলিওনংজিয়াং’ এ নগরী  অবস্থিত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এ খবর যদি সত্য হয় তবে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে চীনের কোনো সামরিক বিষয়ক উন্নয়নই রাশিয়ার জন্য হুমকি নয়।

১০ পরমাণু বোমাবহন করে ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপস্ত্র কেন্দ্র থেকে ১৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!