• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপনগরে কবরস্থান গুড়িয়ে দিল ডিএনসিসি!


বিশেষ প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০১৬, ০৮:৪৬ পিএম
রূপনগরে কবরস্থান গুড়িয়ে দিল ডিএনসিসি!

ঢাকা: রাজধানীর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে আড়াই কাঠা জমির ওপর অবস্থিত ‘মাদবর বাড়ি’ পারিবারিক কবরস্থান স্থানান্তর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে  কবরস্থান স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোবাশ্বের চৌধুরীসহ ডিএনসিসি’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ডিএনসিসি’র প্রকৌশল বিভাগ ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত প্রায় ১২০ বছরের পুরোনো পারিবারিক এ কবরস্থানের অংশবিশেষ (যার পরিমাণ ২.৩৩ কাঠা) স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে।

৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরীর মধ্যস্থতায় পারিবারিক কবরস্থানটির প্রতিষ্ঠাতা সৈয়দ আলী মাতবর-এর বংশধরদের সাথে সমঝোতার ভিত্তিতে এ স্থানান্তর কার্যক্রম সম্পাদন করা হচ্ছে।

বর্তমান কবরস্থানের পরিবর্তে মিরপুরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানে সমপরিমাণ জায়গা সৈয়দ আলী মাতবর-এর বংশধরদের জন্য নির্ধারণ করা হয়েছে।

কবরস্থানটি স্থানান্তরের ফলে সংলগ্ন রাস্তা প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে। ডিএনসিসি’র মেগা প্রজেক্টের আওতায় শীঘ্রি রাস্তাটির প্রশস্তকরণের কাজ শুরু হবে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!