• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেডক্রসের পরিচালক আসছেন ঢাকায়


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৭, ০৮:০৯ পিএম
রেডক্রসের পরিচালক আসছেন ঢাকায়

ঢাকা: মানবিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (আইসিআরসি) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক বরিস মিশেল আসছেন ঢাকায়। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি নিজ চোখে দেখার জন্য জন্য রোববার(১৯ নভেম্বর) পাঁচদিনের সফরে ঢাকা আসছেন তিনি।

শনিবার(১৮ নভেম্বর) সংস্থাটির অফিস থেকে এক বিবৃতি বলা হয়েছে, সফরকালে তিনি, রোহিঙ্গাদের প্রয়োজনীয় মানবিক সাহায্য দেয়া, এই সমস্যা সমাধানের উপায় বের করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখবেন। এজন্য বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএসএস) এর সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়াও সম্প্রতি মিয়ানমার থেকে এসে কক্সবাজারের বিভিন্ন স্থানে বসবাসরত রোহিঙ্গাদের যৌথভাবে সেবা প্রদানকারী আইসিআরসি এবং বিডিআরসিএসের কার্যক্রম পরিদর্শন করবেন বরিস।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর থেকেই সে দেশের লাখ-লাখ নাগরিক তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নেয়। এই সংকট নিরসনে এটি তার প্রথম সফর।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!