• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেফারি গোলাম হাফিজ আর নেই


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২১, ২০১৮, ০৭:০১ পিএম
রেফারি গোলাম হাফিজ আর নেই

ফাইল ছবি

ঢাকা: সত্তর দশকে ফুটবল মাঠে বাঁশি বাজিয়ে সুনাম কুড়ানো রেফারি গোলাম হাফিজ আর নেই। শনিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর গোপীবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাড়া জাগানো এই রেফারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন গোলাম হাফিজ। এদিন সকালে ব্রেন স্টোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরে বাদ জোহর গোপীবাগ কেএম দাশ লেন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের মরদেহ নিজ গ্রাম ফেনীর লস্করহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গোলাম হাফিজের মৃত্যুতে গভীর ও আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!