• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রেমিট্যান্স ইস্যুতে ২০ ব্যাংককে ডাকছে বাংলাদেশ ব্যাংক


জ্যেষ্ঠ প্রতিবেদক জুলাই ১৮, ২০১৭, ১১:১৩ পিএম
রেমিট্যান্স ইস্যুতে ২০ ব্যাংককে ডাকছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বিদেশে থাকা জনশক্তির দেশে পাঠানো রেমিট্যান্স(প্রবাসী আয়) কমছে বছরের পর বছর। কারণ জানতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধি দল কয়েকটি দেশে সরেজমিন পরিদর্শনেও গিয়েছিলেন। তাদের দেয়া রিপোর্টের পরেও বাড়ছে না প্রবাসী আয়ের পরিমাণ। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক ও ব্যাংকগুলোর মতামত নিতে যাচেছ বাংলাদেশ ব্যাংক।

আগামী বুধবার(১৯ জুলাই) দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে শীর্ষে থাকা ২০টি ব্যাংকের নির্বাহীদের ডেকেছে বাংলাদেশ ব্যাংক বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংক। তা বাস্তবায়নের পূর্বে ব্যাংকের কাছ থেকে পরামর্শও নেয়া হবে। এর মধ্যে রয়েছে রেমিট্যান্স পাঠানোর খরচ ব্যাংক বহন করবে, প্রয়োজনে সিএসআর খাত থেকে তা পূরণ করা হবে, প্রণোদনা দেয়া, অবৈধ পথে পাঠানো নিরুৎসাহিত করতে প্রচারণা ও প্রয়োজনে মোবাইল ব্যাংকিংকে আরো জনপ্রিয় করা।

অপরদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রবাসী আয় বাড়াতে ব্যয় হ্রাস, বিদেশে কর্মরত ব্যাংকের শাখা ও এক্সচেঞ্জ হাউজগুলোকে আরো বেশি ভূমিকা রাখার ব্যাপারে জোর দিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলছে, ব্যাংকিং চ্যানেলে ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা আগের অর্থবছরের তুলনায় ২১৬ কোটি ১৭ কোটি ডলার বা ১৪ দশমিক ৪৭ শতাংশ কম অর্থ পাঠিয়েছেন। যা স্থানীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা কম।

২০১৬-১৭ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯২ কোটি ৬২ লাখ ডলার। সদ্য শেষ হওয়া অর্থবছরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!