• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেলে অগ্রিম টিকিট, শেষ দিনেও উপচেপড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক জুন ২৭, ২০১৬, ১০:৩০ এএম
রেলে অগ্রিম টিকিট, শেষ দিনেও উপচেপড়া ভিড়

ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন সোমবার (২৭ জুন)। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল উপচে পড়া ভিড়।

লম্বা লাইন থাকায় টিকিট পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যাত্রীরা। কেউ আগের দিন বিকাল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে। ভোগান্তির পরেও যারা টিকিট পেয়েছেন তাদের মুখে ছিল হাসির ঝিলিক। সোমবার সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে।

একতা এক্সপ্রেসের টিকিট নিতে রোববার সন্ধ্যার আগেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে থেকে কয়েকজন জানান, সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছি। বাবা সাহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সাহরি খেয়েছি। এখনো লাইনের শতাধিক মানুষের পেছনে রয়েছি।

এদিকে কাউন্টার গুলোতে দেখা যায়, সোমবার ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষ দিন। দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!