• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেসিপি : গরুর কালা ভুনা


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ২৬, ২০১৮, ০৩:৩০ পিএম
রেসিপি : গরুর কালা ভুনা

ঢাকা : গরুর মাংস দিয়ে রান্নাযোগ্য পদগুলোর মধ্যে গরুর কালা ভুনা অনেকের কাছেই বেশ জনপ্রিয়। অনেকে নাম শুনেছে কিন্তু কোন দিন রান্না করেননি। আজ তাদের জন্যই আমাদের আয়োজন।

ঈদের অন্য খাবারের আয়োজনে সঙ্গে থাকতে পারে মুখরোচক এ খাবারটি। পোলাও থেকে শুরু করে সাদা ভাত, রুটি, পরোটা, পাউরুটি সব দিয়েই খেতে পারেন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর কালা ভুনা-

উপকরণ-

*গরুর মাংস ১ কেজি,
*আদা বাটা ২ টেবিল চামচ,
*রসুন বাটা ২ টেবিল চামচ,
*টক দই আধা কাপ,
*মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,
*ভাজা মেথি গুঁড়া ১ চা চামচ,
*তেল ১০০ গ্রাম,
*পাঁচফোড়ন ১ টেবিল চামচ,
*কালো গোল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ,
*লবণ পরিমাণ মতো,
*পেঁয়াজ কুচি এক কাপ,
*এলাচ ৬-৭টা,
*দারুচিনি ৩-৪ টুকরা,
*তেজপাতা ২-৩টি।
*গরম মশলা গুঁড়া।

রান্না প্রণালি-

প্রথমে মাংস ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস নিয়ে এর সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। মেথি, গোল মরিচ, পাঁচফোড়ন বাদে। এরপর অল্প আঁচে চুলোয় ৩০ মিনিট রান্না করুন। এবং মেথি, কালো গোলমরিচ, পাঁচফোড়ন-মাংসে ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষণ রাখুন। তেল মাংসের উপরে উঠে এলে পরিবেশন ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!