• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোকেয়া দিবসে মাগুরায় ২২ জয়িতাকে সম্মাননা


মাগুরা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০১৬, ০৪:১৬ পিএম
রোকেয়া দিবসে মাগুরায় ২২ জয়িতাকে সম্মাননা

মাগুরা : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাগুরায় ২২ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্র বের হয়।

শোভাযাত্রা শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। এছাড়া আরো বক্তৃতা দেন, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান ও  নারী নেত্রী শিউলি বেগম প্রমুখ।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২২ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলো- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জেসমিন রহমান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সদরের মিলি খাতুন ও মাজ উন্নয়নে সদরের জাহানরা সুলতানা এবং সফল জননী হিসেবে শালিখার নমিতা বিশ্বাস ও নির্যাতনের বিভীষিকা থেকে ঘুরে দাড়ানো নারি হিসেবে কাকলী বিশ্বাস। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!