• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোজ একটা করে পোস্ট দেবেন


ফেসবুক থেকে ডেস্ক মে ৮, ২০১৭, ১০:২৪ এএম
রোজ একটা করে পোস্ট দেবেন

ঢাকা: তরুণরা এখন খবরের জন্য সোশ্যাল মিডিয়ার ওপরই নির্ভর করে। তাই সরকারবিরোধী অপপ্রচারের জবাব দিতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের (এমপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সক্রিয় হতে হবে। এমপিদের এভাবে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এমপিদের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেছেন, প্রতিদিন সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে ফেসবুকে একটি করে পোস্ট দেবেন।

রোববার (৭ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা এই আহ্বান জানান। 

পরে উপদেষ্টার ফেসবুক আইডি Sajeeb Wazed Joy- এ এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন। পোস্টে লিখেছেন, প্রত্যেক সাংসদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠতে হবে। শুধু উন্নয়ন করে ভোট পাওয়া যায় না, ‘তা প্রচার করতে হবে। এখনকার ছেলে মেয়েরা সংবাদপত্র খুব একটা পড়ে না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই খবর জানে। তাই সেখানে সবাইকে সরব হতে হবে।’

কর্মশালায় এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরো বলেছেন, আমাদের একটা ধারণা ছিল, কাজ করলেই মানুষ ভোট দিবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আজকাল হচ্ছে প্রচারের যুগ। পারলে রোজ একটা করে পোস্ট দেবেন। দিনে দুই তিনটা করেও দিতে পারেন। আমরা যেগুলো পোস্ট দেব, সেগুলো শেয়ার করেন। এগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়।

কর্মশালায় ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয়

জয় এমপিদের তথ্য প্রযুক্তি সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, অ্যাকাউন্ট কীভাবে ভেরিফায়েড করাতে হয় তা এমপিদের শিখিয়ে দেয়া হবে। তখন ওই অ্যাকাউন্ট তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট হয়ে যাবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগ আয়োজিত তিনদিনের ওই কর্মশালার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বক্তব্য দেন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!