• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোজ হাফ লিটার দুধ দিচ্ছে একটি পাঠা!


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৬, ০৬:০২ পিএম
রোজ হাফ লিটার দুধ দিচ্ছে একটি পাঠা!

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের একটি পাঠা প্রতিদিন হাফ লিটার দুধ দিচ্ছে একটি পরিবারে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঠার মালিক নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের বাবুলাল রায়ের ছেলে উপেন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তার গৃহপালিত ছাগলের পেট থেকে এ পাঠার জন্ম হয়। প্রায় ২/৩ মাস পূর্বে থেকে ওই পাঠার হরমোনের পরিবর্তন ঘটে এবং পাঠার স্তন বা বাট থেকে দুধ পড়তে দেখা যায়। প্রথমে অল্প সামান্য পরিমাণে দুধ পেলেও পরবর্তীতে এক পোয়া থেকে দেড় পোয়া এবং বর্তমানে সেটি বেড়ে হাফ লিটার দুধে পরিণত হয়েছে। এ অলৌকিক ঘটনা দেখতে প্রতিদিন তার বাড়িতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!