• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোজা উপলক্ষ টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে


বিশেষ প্রতিবেদক এপ্রিল ৩০, ২০১৭, ০৯:৩১ পিএম
রোজা উপলক্ষ টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

ঢাকা: রমজান সামনে রেখে বাজার দর স্থিতিশীল রাখতে আগামী ১৫ মে থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার (৩০ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া।

তিনি বলেন, আগামী ২৭ মে থেকে রোজা শুরু হবে। এর আগে ১৫ মে থেকে তারা পণ্য বিক্রি শুরু করবে। এবারও পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করা হবে। গত বছরের মতো চলতি বছরেও ২ হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করবেন।

সারা দেশে ১৮৫টি খোলা ট্রাকে পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি এবং অন্য বিভাগীয় শহরে ৫টি করে ও অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এবার টিসিবি সম্পূর্ণ প্রস্তুত আছে। ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!