• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোজার নিয়ত ও ইফতারের দোয়া


ধর্ম ডেস্ক মে ২৮, ২০১৭, ০৩:৩৯ পিএম
রোজার নিয়ত ও ইফতারের দোয়া

ঢাকা: রোজা ফারসি শব্দ। এর অর্থ হচ্ছে দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয়। আর আরবিতে এর নাম সাওম বা সিয়াম। যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা।

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ বা অবশ্য পালনীয়।

হাদিসে এসেছে, মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে যথা সময়ে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে।

এই পবিত্র মাসে রোজাদারদের রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজার নিয়ত ও ইফতারের দোয়া করা।

রোজার নিয়ত
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
নাওয়াইতু আন্ আছুম্মা গাদাম মিন্ শাহরি রামাদ্বানাল মুবারাকি ফারদ্বানলাকা ইয়া আল্লাহু ফাতক্বাব্বাল মিন্নী ইন্নাকা আনতা্স সামী’উল্ আলীম।

অর্থ: আমি আগামীকাল পবিত্র রামাদ্বানে তোমারই সন্তুষ্টিকল্পে ফরজ রোজা রাখার নিয়ত করলাম। হে অাল্লাহ! আমার এই রোজা তুমি কবুল কর, তুমি শ্রবণকারী এবং জ্ঞানী।

ইফতারের দোয়া
اللهم لك صمت و على رزقك افطرت
আল্লাহুম্মা লাকা ছুমতু ও আলা রিজকিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ্ আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করেছি এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!