• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোজায় আদালত বসবে সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত


আদালত প্রতিবেদক মে ২৩, ২০১৭, ০২:০৮ পিএম
রোজায় আদালত বসবে সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত

ঢাকা : পবিত্র রমজান মাসে দেশের অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (২২ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আদালত বসার সময়ের উল্লেখ করে বলা হয়, ‘রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের কোর্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।’

আদালতের অফিসের সময়সূচির ব্যাপারে বলা হয়েছে, ‘এ ছাড়া রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!