• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনালদোর হাতে ব্যালন ডি’ অর দেখছেন রোনাল্ডো


ক্রীড়া ডেস্ক মে ২৯, ২০১৭, ০৩:৫১ পিএম
রোনালদোর হাতে ব্যালন ডি’ অর দেখছেন রোনাল্ডো

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। এই পুরস্কার গত কয়েক বছর ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন। এবার কার হাতে উঠছে ব্যালন ডি’অর? এই আলোচনা এখন থেকেই শুরু হয়েছে। এই আলোচনায় যোগ দিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো। তিনি এখনই বলে দিচ্ছেন, এবার লিওনেল মেসির থেকে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে সিআর সেভেন। মেসির দখলে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর। রোনালদো জিতেছেন চারটি।

রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বলছেন, ‘এ বছর ব্যালন ডি’অরের জন্য আমি রোনালদোকেই এগিয়ে রাখবো। শেষ দুই বছরে ও একাই ভাগ্য গড়ে দিয়েছে অনেক ম্যাচের। চ্যাম্পিয়ন্স লিগের শুধু ফাইনালই নয়, অনেক ম্যাচেই ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রোনালদোর পরিসংখ্যানই ওর হয়ে কথা বলছে।’

ব্রাজিলিয়ান রোনাল্ডো নিজেও দু’বার ব্যালন ডি’অর পেয়েছেন। সিআর সেভেন গত মৌসুমে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ও দেশকে ইউরো কাপ উপহার দিয়েছেন। ফলে উয়েফার বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট’ প্রতিটি ট্রফিই তাঁর হাতে শোভা পেয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!