• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোববার বিশ্ব খাদ্য দিবস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৬, ০৮:২৬ পিএম
রোববার বিশ্ব খাদ্য দিবস

বিশ্ব খাদ্য দিবস রোববার (১৬ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্বব্যাপি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দীর্ঘদিন কাজ করে চলেছে। ১৯৭৯ সালে এ সংস্থার ২০তম সাধারণ সভায় হাঙ্গেরির বিজ্ঞানী ড. পল রোমানি বিশ্বব্যাপি খাদ্য দিবস পালনের প্রস্তাব করেন।

তার প্রস্তাবের পর ১৯৮১ সাল থেকে প্রতি বছর খাদ্য ও কৃষি সংস্থার জন্মদিন ১৬ অক্টোবর এই `বিশ্ব খাদ্য দিবস` পালিত হয়ে আসছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জন্ম ১৯৪৫ সালে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!