• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আলিম দারকেও


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৫:১১ পিএম
রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আলিম দারকেও

ঢাকা: ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট দেখা থেকে বঞ্চিত পাকিস্তানের দর্শকরা। জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই গত আট বছরে পাকিস্তানে খেলতে যায়নি। বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবাওে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে দেশটিতে।

ঘরের মাঠে আবারও খেলতে পারবেন ভেবে দারুন রোমাঞ্চিত অধিনায়ক সরফরাজ আহমেদ। তাঁর মতো নিশ্চয় পাকিস্তানী দর্শকরাও উন্মুখ হয়ে আছেন নিজ দেশের খেলা দেখতে। তাছাড়া দেশটির জাতীয় দলের অনেক ক্রিকেটারই প্রথমবারের মতো ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছেন। এ নিয়ে তাদের রোমাঞ্চ ও উচ্ছ্বাসের শেষ নেই। রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আলিম দারকেও। প্রথমবারের মতো ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সেই লক্ষ্যে সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরেই পাকিস্তানের মাটিতে পা রাখে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন বিশ্ব একাদশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবার।

ঘরের মাঠে আবারও ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত আলিম দার এপিপিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘সিরিজটির নিজস্ব তাৎপর্যের কারণে এটি কঠিন ইভেন্ট হতে যাচ্ছে। এটি আমার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।’

টেস্টে ১০০টির বেশি ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও সময়ের সেরা আম্পায়ারদের একজন তিনি। তিনবার ফিফার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা আলিম দার ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করলেও ঘরের মাটিতে এবারই প্রথমবারের মতো আম্পায়ারের ভূমিকায় দাঁড়াতে যাচ্ছেন।

প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আলিম দার বলেন, ‘আমি আম্পায়ারিং ক্যারিয়ারে অনেক মাইলস্টোন অর্জন করেছি। বিদেশের মাটিতে আমি অনেক চি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশের মাটিতে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য স্মরণীয় স্মৃতি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!