• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোল বল বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৬:৩৯ পিএম
রোল বল বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

ঢাকা: ঘরের মাঠে আয়োজিত চতুর্থ রোল বল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় পুরুষ রোল বল দল। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রি-কোয়ার্টার এবং বিকেলে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দল। দু'টি ম্যাচেই বাংলাদেশের জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন দ্বীন হাসান হৃদয়। তিনি একাই করেন ৫টি গোল।

এদিন সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রি-কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ১২-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক পুরুষ দল। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল হৃদয়-আরাফাতরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরো আটটি গোল করে বাংলাদেশের পুরষ দল। ফলে দাপুটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

বিকেলে একই ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল খেলতে নামে স্বাগতিকরা। সেই ম্যাচে প্রতিপক্ষ নেপাল দলকে তারা হারয় ৬-৩ গোলে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেপাল আক্রমণাত্বক হয়ে খেলে ব্যবধান ৫-৩ এ কমিয়ে আনে। তবে খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে পেনাল্টি থেকে বাংলাদেশ আরেকটি গোল করে ব্যবধান ৬-৩ করে। বাংলাদেশের পক্ষে হৃদয় ৩টি, সোহাগ ২টি ও আরাফাত ১টি গোল করেন।

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ দু’য়ে ওঠার লড়াইটি শুরু হবে দুপুর পৌনে একটায়। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও কেনিয়া। ম্যাচটি সকাল সাড়ে ১১টায় শুরু হবে।

ঢাকায় প্রথমবারের মত আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশসহ ৪০ দেশ অংশ নেয়, যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হয় দেশের ক্রীড়াঙ্গনে। এর আগে এত সংখ্যক দেশের অংশগ্রহণে কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি বাংলাদেশে। পুরুষ ও মহিলা দল মিলিয়ে প্রায় ৬০০ খেলোয়াড় এ আসরে অংশ নেয়। এর মধ্যে মহিলা দল ২৭টি ও পুরুষ দল ৩৯টি। একমাত্র স্লোভানিয়াই কেবল মহিলা বিভাগে অংশ নেয়। বাকি সবগুলো দেশেরই পুরুষ ও মহিলা দল রয়েছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে এশিয়ার ১৭, আফ্রিকার ১১, ইউরোপের ৮, দক্ষিণ আমেরিকার ৩ ও অস্ট্রেলিয়ার একটি দেশ অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!